Covid FLiRT Alert | আমেরিকার পর ভারতেও ঢুকে পড়লো করোনার নতুন ভ্যারিয়েন্ট-FLiRT! জানুন এই নয়া স্ট্রেন থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন!

Tuesday, May 14 2024, 7:25 am
highlightKey Highlights

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের একটি নতুন উপপ্রজাতির আবির্ভাব ঘটেছে। সবচেয়ে বেশি এই সংক্রমণ দেখা দিয়েছে আমেরিকায়। এ দেশেও মহারাষ্ট্রে ঢুকে পড়েছে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের ওই সাব-ভেরিয়েন্ট কেপি.২। এরা একটি বড় গ্রুপের অংশ, চিকিৎসাবিজ্ঞানীদের দেওয়া নাম— ‘ফ্লার্ট ভেরিয়েন্টস’।


গোটা বিশ্বে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের একটি নতুন উপপ্রজাতি! এখনও পর্যন্ত বিদেশে এই নয়া স্ট্রেনে আক্রান্ত হলেও ভারতে নতুন কোভিড স্ট্রেন (new covid strain in india) এর হদিশও মিলেছে। জানা গিয়েছে, করোনার ওমিক্রন ভেরিয়েন্টের ওই সাব-ভেরিয়েন্টটির নাম কেপি.২ (KP.2)। এরা একটি বড় গ্রুপের অংশ, চিকিৎসাবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন  ‘ফ্লার্ট ভেরিয়েন্টস’ (flirt variants)। ইতিমধ্যে করোনার এই অন্যরূপ ওমিক্রনে আক্রান্ত হয়েও মারা গিয়েছিলেন বহু মানুষ।

 বিশ্বে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের একটি নতুন উপপ্রজাতি
 বিশ্বে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের একটি নতুন উপপ্রজাতি

করোনার ‘ফ্লার্ট ভেরিয়েন্টস’ । 'FLiRT Variants' of Corona :

রিপোর্ট অনুযায়ী জানা গেছে, জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে  মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানুষের মধ্যে ছড়িয়েছে মহামারীর এই নতুন রূপ। তবে এটি কোনও একক ভাইরাস নয়, KP.1 ও KP1.1 ভ্যারিয়েন্টগুলিকে একত্রে বলা হয় ' ফ্লার্ট' FLiRT। এই নয়া  ফ্লার্ট ভ্যারিয়েন্টগুলি আবার নাকি জেএন১ ভেরিয়েন্ট (jn1 variant) এর বংশধর। সবচেয়ে বেশি এই সংক্রমণ দেখা গিয়েছে আমেরিকায়। তবে ভারতে নতুন কোভিড স্ট্রেন (new covid strain in india) এর দেখা মিলেছে। জানা গিয়েছে, এ দেশেও মহারাষ্ট্রে ঢুকে পড়েছে করোনার জেএন১ কোভিড (jn1 covid) ভেরিয়েন্টের ওই সাব-ভেরিয়েন্ট কেপি.২। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওমিক্রনের স্পাইক প্রোটিনে পরিবর্তন ঘটে কেপি.২-র জন্ম হয়েছে। জানুয়ারি মাস থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে উপপ্রজাতিটির দেখা মিলছিল। এ বার দেশেও ছড়িয়েছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রে এ পর্যন্ত ৯১ জনের সংক্রমণের খবর মিলেছে।

সংক্রমণ :

কোভিডের এই নয়া স্ট্রেনে আক্রান্ত হলে সাধারণত জ্বর, ঠান্ডা লাগা, কাশি , সর্দি, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব এবং ডায়রিয়া হয়ে থাকে। ফলে এইসব উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে আপনি আক্রান্ত কিনা। সমস্যা গুরুতর হলে শ্বাসকষ্ট এবং অরগ্যান ফেলিওর হতে পারে। শ্বাস নিতে অসুবিধা হলে অথবা বুকে ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। চিকিৎসকরা জানান, কেপি.২-তে স্বাদ-গন্ধ যায় না, কিন্তু সর্দিকাশি, গলা ব্যথা, নাক বন্ধ, গায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে। সেই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর। খিদে কমে যাওয়া।

 ‘ফ্লার্ট ভেরিয়েন্টস’-এ  ইতিমধ্যে আক্রান্ত হয়েও মারা গিয়েছিলেন বহু মানুষ
 ‘ফ্লার্ট ভেরিয়েন্টস’-এ ইতিমধ্যে আক্রান্ত হয়েও মারা গিয়েছিলেন বহু মানুষ

সতর্কতা :

এখনও কোভিডের এই নয়া সংক্রমণ কম, তুলনামূলক ভাবে দেশের ছোট অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে। তবে চিকিৎসক ও বিজ্ঞানীদের সতর্কবার্তা, রোগ ব্যাপকভাবে ছড়ানোর আগেই একে আটকানো ভাল। ফলে অতিমারিতে যা যা সাবধানতা অবলম্বন করা হয়েছিল, যেমন মাস্ক পরা, শরীরের নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভাল রাখা, ভিড় এড়ানো, সংক্রমিতদের থেকে দূরে থাকা, ফের সে সব করতে হবে। বয়স্কদের, বিশেষ করে যাঁদের ডায়াবিটিস, হাইপারটেনশন কিংবা শ্বাসপ্রশ্বাসজনিত ব্যাধি রয়েছে, তাঁদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজ্ঞানীরা বলছেন,কোভিড অতিমারি অনেক দিন হল কমতে শুরু করেছিল, কিন্তু আচমকাই আমেরিকায় ফের সংক্রমণ বাড়তে শুরু করে। এটি ওমিক্রন জেএন১ ভেরিয়েন্ট (jn1 variant) এর লাইনেজের ভেরিয়েন্ট। এর জন্যই এই শীতে আমেরিকায় নতুন করে কোভিড সংক্রমণ বেড়েছিল। ওমিক্রনের অন্য উপপ্রজাতিগুলোর থেকে ফ্লার্ট-এর অন্তর্ভুক্ত কেপি.২ এবং কেপি ১.১, দু’টি উপপ্রজাতিই অনেক বেশি সংক্রামক। ফলে কোনও ব্যক্তির আগে কোভিড হয়ে থাকলেও ফের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাও ভেদ করতে পারে এটি।

কোনও ব্যক্তির আগে কোভিড হয়ে থাকলেও ফের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে
কোনও ব্যক্তির আগে কোভিড হয়ে থাকলেও ফের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে

প্রসঙ্গত, এর আগে জেএন১ কোভিড (jn1 covid) নামে একটি ভেরিয়েন্ট ছড়াচ্ছিল। তাকে সরিয়ে দিয়ে বর্তমানে দেশের পর দেশ ‘দখল’ করছে কেপি.২। মহারাষ্ট্রের পুণেতেই ৫১টি সংক্রমণের ঘটনা জানা গিয়েছে। ঠাণেতে ২০ জন সংক্রমিত। মহারাষ্ট্রের জিনোম সিকোয়েন্সিং কোঅর্ডিনেটর, চিকিৎসক রাজেশ কারিয়াকারতে জানিয়েছেন, গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির মতো ঘটনা এখনও তেমন ঘটছে না। তবে সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। জানা গিয়েছে মার্চ মাস থেকে মহারাষ্ট্রে নতুন করে কোভিড-সংক্রমণ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, কেপি.২ ভেরিয়েন্টের জন্যই সংক্রমণ বাড়ছে। পুণে ও ঠাণে ছাড়াও অমরাবতী এবং ঔরঙ্গাবাদে ৭টি করে সংক্রমণ ধরা পড়েছে। সোলাপুরে ২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। আহমেদনগর, নাশিক, লাতুর ও সাঙ্গলিতেও কেপি.২ ভেরিয়েন্ট ধরা পড়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত কেপি.২ ধরা পড়েনি। তবে আগেভাগেই এই স্ট্রেন নিয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File