Sambhal Masjid । সম্ভল মামলায় নয়া মোড়, মসজিদের জলাশয়ে হিন্দুদের পূজার্চনা নিষিদ্ধ করলো সুপ্রিম কোর্ট
সম্ভলের শাহি মসজিদ মামলায় এবার বড় নির্দেশ শীর্ষ আদালতের। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মসজিদ সংলগ্ন জলাশয়ে পূজার্চনা করতে পারবেন না হিন্দুরা।
সম্ভলের শাহী মসজিদ মামলায় নয়া মোড়। এদিন শীর্ষ আদালত জানালো, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সম্ভলের মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুদের কোনো আচার পালন করা যাবে না। প্রসঙ্গত, কদিন আগে সম্ভল পুরসভার হিন্দুপক্ষের তরফে নোটিস জারি করে বলা হয়েছিল সম্ভলের মসজিদ আসলে একটি হরিমন্দির। নোটিস কার্যকর করতে গিয়ে সংঘর্ষে প্রাণ যায় ৪জনের। শুক্রবার আদালতে মুসলিমপক্ষ গুগল ম্যাপের সাহায্যে দেখান জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত। ফলে খারিজ হয়েছে হিন্দুদের দাবি।