সিবিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে নিউ টাউনে ৫ জনকে আটক করল ইকো পার্ক থানার পুলিশ
Thursday, February 11 2021, 12:19 pm
Key Highlightsসিবিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে নিউ টাউনে ৫ জনকে আটক করল ইকো পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ভোরে নিউ টাউনের আকাঙ্খা মোড়ে গরু ভর্তি একটি ট্রাককে আটকায় অভিযুক্তরা। সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারা টাকা চায় বলে অভিযোগ। সেই সময়ে ইকো পার্ক থানার টহলদারি ভ্যান তাদের আটকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় অভিযুক্তদের। ওই ৫ জন গাড়ি নিয়ে এসে ভুয়ো পরিচয়ে তোলাবাজি করছিল বলে অভিযোগ।ভোরের নিউটাউন। ফাঁকা, শুনশান রাস্তাঘাট। সেই সুযোগে সিবিআই আধিকারিক সেজে প্রতারণার ফাঁদ। কিন্তু, সফল হয়নি উদ্দেশ্য। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে গেলেন ভুয়ো সিবিআই অফিসাররা।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- ইকোপার্ক পুলিশ স্টেশন
- গ্রেফতার

