নয়া রূপে সাজছে দিঘা! ইন্ডিয়া গেট-আইফেল টাওয়ারের মতো প্রযুক্তির ব্যবহারে সেজে উঠলো দিঘা।
Thursday, November 26 2020, 12:06 pm
Key Highlights
দিঘার মুকুটে জুড়ছে নয়া পালক। এবার দিঘায় চালু হচ্ছে থ্রি ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম। ঝলমলে রকমারি আলো এবং সংগীতের মূর্ছনায় মায়াবি পরিবেশ তৈরি হবে সমুদ্রের পাড়ে। দিল্লির ইন্ডিয়া গেট এবং প্যারিসের আইফেল টাওয়ারে রয়েছে এই প্রযুক্তির ব্যবহার। গোটা প্রকল্পে খরচ হবে আনুমানিক ৯ কোটি টাকা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। আর তাঁর উদ্যোগেই দিঘা-শংকরপুর পর্যটন কেন্দ্রে নয়াকালী মন্দিরের কাছে এই প্রযুক্তিতে কাজে লাগানো হবে।” সূত্রের খবর, বর্ষবরণের চমক হতে পারে থ্রি ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম। সরকারের ভাবনায় অত্যন্ত খুশি দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী।
- Related topics -
- পর্যটন কেন্দ্র
- দিঘা
- নতুন প্রযুক্তি
- থ্রি ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী