কোভিড ১৯ -এর নতুন স্ট্রেন ধরা পরেনি ভারতে, দাবি কেন্দ্রের

Wednesday, December 23 2020, 8:17 am
highlightKey Highlights

করোনা ভাইরাস-এর নতুন স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যতা ছড়িয়েছে ব্রিটেনে। 'স্ট্রেন' কথার বাংলা প্রতিশব্দ হল 'প্রকারভেদ'। এই ঘটনায় উদগ্রীব প্রায় সকলেই। কয়েকদিন আগে ব্রিটেন থেকে যেসব উড়োজাহাজগুলি ভারতে এসেছে তথা দিল্লি থেকে কলকাতা, চেন্নাই থেকে মুম্বই ; সেখানে করোনা সংক্রমণ নিয়ে নেমেছেন ব্রিটেন ফেরত কিছু যাত্রী। তাঁদের শরীরে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার কেন্দ্র থেকে জানানো হয়, ভারতে এখনও পর্যন্ত ব্রিটেনের করোনাভাইরাসের নতুন ‘স্ট্রেন’ ধরা পড়েনি, তাই উদ্বেগের কোনও কারণ নেই। তবে সতর্কতা মানতে হবে সকলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File