ইডির নতুন স্পেশাল ডিরেক্টর পদে এলেন সুভাষ আগরওয়াল!
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsবছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই আরও একবার বদল হল ইডির নতুন স্পেশাল ডিরেক্টর-এর নাম। নতুন স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল, তিনি সারদা-নারদা থেকে আরম্ভ করে রোজভ্যালি সহ রাজ্যের সমস্ত চিটফান্ট মামলার তদন্তেরই নেতৃত্ব দেবেন। কলকাতা জোনে তাঁর আগে যোগেশ গুপ্তা ছিলেন ইডির স্পেশাল ডিরেক্টর এবং তাঁকে সারানোর পরে অস্থায়ীভাবে স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন বিবেক ওয়াদেকর। সূত্রের খবর, চিটফান্ড তদন্তে গতি আনতেই নতুন স্পেশাল ডিরেক্টর নিয়োগ করলেন ইডি।