GST | জিএসটি আদায় নিয়ে নয়া রেকর্ড! কেবল এপ্রিল মাসে আদায় ২.৩৭ লক্ষ কোটি টাকা!
Friday, May 2 2025, 12:21 pm

সামারি.ছর এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ২.৩৭ লক্ষ কোটি টাকা।
এপ্রিল মাসে তৈরী হলো জিএসটি আদায় নিয়ে নয়া রেকর্ড। চলতি বছর এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ২.৩৭ লক্ষ কোটি টাকা। যা গত বছরের এপ্রিল মাসের থেকে ১২.৬ শতাংশ বেশি! গত বছরের এপ্রিলে জিএসটি আদায় হয়েছিল ২.১০ লক্ষ কোটি টাকা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এপ্রিল মাসে ডোমেস্টিক লেনদেন থেকে জিএসটি আদায় ১০.৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৯ লক্ষ কোটি টাকা। এপ্রিল মাসে জিএসটি রিফান্ড বেড়ে হয়েছে ২৭ হাজার ৩৪১ কোটি টাকা।আমদানি করা পণ্য থেকে জিএসটি আদায় ২০.৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯১৩ কোটি টাকা।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- জিএসটি
- আমদানি-রপ্তানি