Netaji Subhash Chandra Bose | 'তাইহোকুর বিমান দুর্ঘটনা আসলে রটনা! নেতাজির নামে ভুয়ো চিতাভস্ম চালানো হচ্ছে!' -দাবি পরিবারের

Friday, May 30 2025, 2:17 pm
Netaji Subhash Chandra Bose | 'তাইহোকুর বিমান দুর্ঘটনা আসলে রটনা! নেতাজির নামে ভুয়ো চিতাভস্ম চালানো হচ্ছে!' -দাবি পরিবারের
highlightKey Highlights

রেনকোজি মন্দির থেকে নেতাজির তথাকথিত চিতাভস্ম দেশে আনার পরিকল্পনা শুরু হয়েছে। তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি,দাবি করলো বসু পরিবার।


কেন্দ্র সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রেনকোজি মন্দির থেকে নেতাজির তথাকথিত চিতাভস্ম দেশে আনার পরিকল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসে এর বিরোধিতা করলেন শরৎ বসুর বড় ছেলে অশোকনাথ বসুর দুই মেয়ে জয়ন্তী রক্ষিত, তপতী ঘোষ ও এক ছেলে আর্য বসু। তাঁদের মতে, তাইওয়ান রিপোর্ট বলছে তাইহোকুতে ১৯৪৫ সালের ১৮ আগস্ট কোনও বিমান দুর্ঘটনাই হয়নি। ফলে সেই দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো প্রশ্নই উঠতে পারে না। এটা তৎকালীন কংগ্রেস সরকারের থিওরি। উপরন্তু মৃত্যুর সপক্ষে কোনো প্রমান দিতে পারেননি সাক্ষীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File