Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন নতুন একটি লোকাল ট্রেন পরিষেবা চালু করছে।
অতিরিক্ত যাত্রী সংখ্যার কারণে বিধাননগর থেকে নতুন একটি লোকাল ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন। ২২শে সেপ্টেম্বর, সোমবার থেকে শনিবার অবধি বিধাননগর থেকে চলবে একগুচ্ছ নতুন ট্রেন। ৩১৩৪৩ আপ বিধাননগর রোড টু কল্যাণী লোকাল বিধাননগর রোড থেকে সন্ধ্যা ৭টা বেজে ২৭ মিনিটে ছাড়বে। রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। ৩১৩৪০ ডাউন কল্যাণী টু শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টা ১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ
- বিধাননগর
- কল্যাণী
- লোকাল ট্রেন
- ট্রেন
- westbengal