নয়া ওয়েজ কোডে বড়সড় পরিবর্তন কেন্দ্রীয় সরকারের! সময় থেকে বেতন, সবকিছুরই পরিবর্তন

Tuesday, August 24 2021, 4:46 am
highlightKey Highlights

শ্রম আইন ২০১৯ অনুযায়ী, কোনও কর্মচারীর বেসিক বেতন সংস্থার দেওয়ার মোট টাকার ৫০ শতাংশ হওয়া বাধ্যতামূলক। বহু সংস্থা এই ফাঁককে কাজে লাগিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে সংস্থার উপর চাপ কমায়। এই বিষয় মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আগামী ১ লা অক্টোবর থেকে নয়া শ্রম আইন জারি করতে চলেছেন। নয়া নিয়মানুযায়ী, কাজের সময় ৮ঘণ্টা থেকে বেড়ে ৯-১২ ঘণ্টা হতে পারে। ফলে কর্মীদের পিএফ, গ্র্যাচুইটিও বেশি কাটা হবে এবং তাদের ‘টেক হোম’ বেতন কমবে। কেন্দ্রীয় সরকারের তরফে ২৯টি শ্রম আইন নিয়ে কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড - ৪টি শ্রম কোড তৈরি করা হয়েছে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File