সপ্তাহে ৪ দিন ১২ ঘন্টা করে কাজ ও ৩ দিন ছুটি, নতুন শ্রমবিধির ঘোষণা কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিবের
Tuesday, February 9 2021, 12:38 pm
 Key Highlights
Key Highlightsকেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব অপূর্ব চন্দ্র সোমবার নতুন শ্রমবিধির ঘোষণা করেন। নতুন শ্রমবিধি অনুযায়ী নতুন বিধি সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের নিচে নামিয়ে এনে ৪ দিনের কাজ করার এবং ৩ দিনের সবেতন ছুটির সুযোগ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করতে হবে সংস্থার কর্মচারীদের। কেননা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাতে কোনও বদল হচ্ছে না। কর্মীরা চাইলে এবং সংস্থা চাইলে তবেই নতুন বিধি কার্যকর হতে পারে।
-  Related topics - 
- দেশ
- কেন্দ্রীয় সরকার
- শ্রমবিধি
- কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব

 
 