Nafithromycin | Azithromycin থেকে ক্ষমতা আট গুণ বেশি! সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি নয়া অ্যান্টিবায়োটিকের ক্ষমতা জানলে হবেন অবাক

Sunday, December 8 2024, 6:13 pm
highlightKey Highlights

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে নতুন অ্যান্টিবায়োটিক ন্যাফিথ্রোমাইসিন।


ব্যাকটেরিয়াল রোগের চিকিৎসার ক্ষেত্রে অন্যতম ভরসা অ্যান্টিবায়োটিক। কিন্তু অনেকেই অ্যান্টিবায়োটিকের কোর্স পূরণ করেন না। আর এতেই শরীরে বাসা বাঁধে বিপজ্জনক ড্রাগ রেজিট্যান্স ব্যাকটেরিয়া বা সুপারবাগ। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে নতুন অ্যান্টিবায়োটিক ন্যাফিথ্রোমাইসিন। যা ড্রাগ রেজিট্যান্স ব্যাকটেরিয়া সুপারবাগেদের কাবু করে রোগ সারাতে সক্ষম। তিনটে ক্লিনিক্যাল ট্রায়ালে এর সাফল্যের হার ৯৭ শতাংশ। অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের থেকেও এর ক্ষমতা আট গুণ বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File