অর্থনৈতিক

আয়কর রিটার্নের নয়া ওয়েবসাইট চালু হল, কি কি সুবিধা পেতে পারেন জানুন

আয়কর রিটার্নের নয়া ওয়েবসাইট চালু হল, কি কি সুবিধা পেতে পারেন জানুন
highlightKey Highlights

আয়কর e-filing-এর নয়া ওয়েবসাইট চালু করা হল সোমবার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানালেন এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আয়কর প্রদানের প্রক্রিয়া অনেক সহজ এবং দ্রুততর হবে। এই নতুন প্রক্রিয়ার ফলে খুব সহজেই কুইক রিফান্ড পাবেন করদাতারা। এছাড়াও এই নতুন ওয়েবসাইটে শীঘ্রই ITR 3,5,6,7 প্রদানের সুবিধাও যোগ করা হবে। নিজেদের সময় মতোই যে কোনো সময় করদাতারা নিজেরাই প্রোফাইল আপডেট করতে পারবেন। এছাড়াও করদাতাদের জন্য থাকছে একটি নতুন কল সেন্টার অ্যাসিস্ট্যান্স নম্বর। আগামী ১৮ জুন নতুন পোর্টালের সঙ্গে যুক্ত স্মার্টফোন অ্যাপটি অ্যাক্টিভেটেড হচ্ছে। এই নতুন এ-filing এর লিঙ্কটি হল, www.incometax.gov.in