Yahya Sinwar | ইসমাইল হানিয়ের মৃত্যুর পর নতুন প্রধান ঘোষণা হামাসের! প্রধান হলেন ‘প্যালেস্তাইনের ওসামা বিন লাদেন’-ইয়াহা সিনওয়ার
Wednesday, August 7 2024, 2:07 pm
Key Highlightsইজরায়েলি হানায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পর নতুন প্রধান ঘোষণা করল তারা।
ইজরায়েলি হানায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পর নতুন প্রধান ঘোষণা করল তারা। গাজা স্ট্রিপের দায়িত্বে থাকা ইয়াহা সিনওয়ারকে হামাসের নতুন রাজনৈতিক নেতা বলে ঘোষণা করা হয়েছে। হামাসের নতুন নেতা ২৪ বছর ইজরায়েলের জেলেই কাটিয়েছেন। ইজরায়েল তাঁকে ‘প্যালেস্তাইনের ওসামা বিন লাদেন’ বলে ডাকে। ইজরায়েলি মিলিটারির দাবি, গত বছরের ৭ অক্টোবর, ইজরায়েলের উপরে প্রথম মিসাইল হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী, যার জেরেই যুদ্ধের সূত্রপাত, সেই হামলার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন নতুন হামাস প্রধান সিনওয়ার।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইরান
- যুদ্ধ

