প্লাসমোডিয়াম ওভাল: নতুন ম্যালেরিয়ায় শঙ্কিত স্বাস্থ্য মহল
Wednesday, February 24 2021, 8:39 am
Key Highlightsএকদিকে করোনা পরিস্থিতিতে ভাইরাস নিয়ে নাজেহাল গোটা বিশ্ব। অন্যদিকে নতুন ধরনের ম্যালেরিয়া "প্লাসমোডিয়াম ওভাল" নিয়ে যথেষ্ট চিন্তিত স্বাস্থ্যমহল। কেরালায় এই নতুন ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা বৃহস্পতিবার বলেন, নতুন ধরনের ম্যালেরিয়া দেখা দিয়েছে রাজ্যে এক সেনার শরীরে পাওয়া গেছে। বর্তমানে তিনি কান্নুরের জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, এটি প্রথমে ধরা পড়লে চিকিৎসায় সহজেই সুস্থতা সম্ভব। কিন্তু দেরি করে জানা গেলে তার ফল কি হতে পারে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ডাক্তাররা।