Harry Potter | হ্যারি-রন-হারমায়ানির চরিত্রে নতুন মুখ! পটারহেডদের জন্যে আসছে নয়া সিরিজ
Wednesday, May 28 2025, 5:40 pm
Key Highlights‘হ্যারি পটার’ টিভি সিরিজ়ের জন্য বেশ কিছু বছর ধরে নতুন হ্যারি, রন ও হারমায়ানির খোঁজ চলছিল। অবশেষে মিলেছে তিন নতুন মুখ।
নতুন করে পর্দায় আসতে চলেছে ‘হ্যারি পটার’। তবে এবার সিনেমা হিসেবে নয় আসছে সিরিজ হিসাবে। ফ্রাঞ্চাইজ়টির স্বত্বাধিকারী ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ জানিয়েছে মুখ্য চরিত্রে বাছাই করা অভিনেতারা সিনেমা ও টিভি জগতে একেবারে নতুন মুখ। সিরিজে হ্যারির চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাগ্লাফিনকে। রন হচ্ছেন অ্যালস্টার স্টাউট। হারমায়নির চরিত্রে অভিনয় করবেন অ্যারাবেলা স্ট্যান্টন। প্রফেসর ডাম্বেলডোরের চরিত্রে দেখা যাবে অভিনেতা জন লিথগাওকে। স্নেপের চরিত্রে থাকছেন পাপা এসিএইডু এবং হ্যাগ্রিড হচ্ছেন নিক ফ্রস্ট।

