Google Tax | ট্রাম্পের সঙ্গে পারস্পারিক শুল্ক রীতিতে নয়াদিল্লি! মুছে যেতে পারে Google Tax!

Tuesday, March 25 2025, 8:04 am
highlightKey Highlights

Google, METAর মতো সংস্থাগুলির থেকে বিজ্ঞাপন পরিষেবা নেওয়ার জন্য ৬ শতাংশ সমীকরণ শুল্ক দিতে হতে হত। এটিই ‘গুগল ট্য়াক্স’ নামে খ্যাত।


১লা এপ্রিল থেকে মুছতে পারে Google Tax! Google, METAর মতো সংস্থাগুলির থেকে বিজ্ঞাপন পরিষেবা নেওয়ার জন্য ৬ শতাংশ সমীকরণ শুল্ক দিতে হতে হত। এটিই ‘গুগল ট্য়াক্স’ নামে খ্যাত। শোনা যাচ্ছে, ট্রাম্পের সঙ্গে পারস্পারিক শুল্ক নিয়ে আলোচনা করার পরই বিদেশি সংস্থাগুলিকে নতুন ছাড় দিতে চলেছে কেন্দ্র সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, যে ভাবে ট্রাম্প চিন, কানাডার মতো দেশগুলিকে ট্যারিফ যুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন, সেই আবহে ভারত যাতে কোনও বিপদে না পরে তাই আমেরিকার সঙ্গে পারস্পারিক শুল্ক রীতিতে চলছে নয়াদিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File