লন্ডন থেকে কলকাতা, উড়ানপথে হাজির 'নতুন বিপদ'
Wednesday, February 24 2021, 8:39 am
Key Highlightsইতিমধ্যে করোনার নতুন স্ট্রেন হাজির হয়েছে ব্রিটেনে। যা থেকে সেখানকার করোনা আক্রান্তের পরিমান ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার এই ব্রিটেন থেকে আকাশপথে করোনা আক্রান্ত হয়ে এলেন একেবারে কলকাতায়। বিমানবন্দরের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার সকালে লন্ডন থেকে বিমান ২২২ জন যাত্রী নিয়ে কলকাতায় এসে পৌঁছয়। সেই বিমানযাত্রীদের পরীক্ষা করা হলে ২ জন ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁরা হলেন উপসর্গহীন। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশানুসারে, সেই দুই জনকে নিউটাউনের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই বিমানের আধিকারিকদের এবং ওই দুই জনের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।