WB Saline Incident | নিষিদ্ধ স্যালাইনকাণ্ডে এবার মৃত্যু শিশুর! ওই হাসপাতালেই ভর্তি অসুস্থ মা
এবার নিষিদ্ধ স্যালাইনের জেরে মৃত্যু অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুসন্তানের!
নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহারকাণ্ডে তোলপাড় পশ্চিমবঙ্গ। এই ঘটনায় মেদিনীপুর মেডিক্যালে ৫প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এবার নিষিদ্ধ স্যালাইনের জেরে মৃত্যু অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুসন্তানের! বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি থাকা শিশুটি মারা যায়। স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা এখন সেই হাসপাতালেই ভর্তি আছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, অসুস্থ আরও তিন প্রসূতিকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মেদিনীপুর
- স্বাস্থ্য
- শিশু
- শিশুমৃত্যু