Airlines | শেষ হবে ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার দ্বৈত আধিপত্য? দুটি নতুন বিমান সংস্থাকে ছাড়পত্র দিলো কেন্দ্র!
Wednesday, December 24 2025, 4:58 pm
Key Highlightsদেশে আরও দু’টি নতুন বিমান সংস্থাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা NOC দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
বর্তমানে দেশের ৯০ শতাংশ উড়ান পরিষেবাই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দখলে। এছাড়াও সম্প্রতি নতুন রোস্টারিং নিয়ম নিয়ে ইন্ডিগোর অভ্যন্তরীণ সঙ্কটের জেরে বাতিল হয়েছিল হাজার হাজার ফ্লাইট। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। এই আবহে দেশে আরও দু’টি নতুন বিমান সংস্থাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা NOC দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সংস্থা দুটি হলো আল হিন্দ এয়ার (Al Hind Air) এবং ফ্লাইএক্সপ্রেস (FlyExpress)। কিছুদিন আগেই শঙ্খ এয়ার (Shankh Air) নামে আরও একটি সংস্থা এই ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান পরিষেবা
- বিমান
- এয়ার ইন্ডিয়া
- ইন্ডিগো

