নেটফ্লিক্সে মুক্তি পেল সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি সিরিজ ‘রে’-এর টিজার
Friday, May 28 2021, 1:03 pm
Key Highlightsসত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি অ্যান্থ্রোলজি সিরিজ ‘রে’। আগামী ২৫ শে জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই তার টিজার মুক্তি পেয়েছে। এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্যায় এবং ভাষাণ বালা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, চন্দন রায় সান্যাল, আকাঙ্খা রঞ্জন কাপুর প্রমুখ।
- Related topics -
- বিনোদন
- নেটফ্লিক্স
- ওয়েব সিরিজ
- সত্যজিৎ রায়

