KIIT Student Death | ফের KIIT-তে নেপালি ছাত্রীর মৃত্যু! খুন না আত্মহত্যা? ঘনাচ্ছে রহস্য
Friday, May 2 2025, 3:12 am
Key Highlightsফের ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বা কেআইআইটি (KIIT)তে নেপালি ছাত্রীর রহস্যজনক মৃত্যু।
ফের KIITতে এক নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে প্রিশা শাহ নামে ২০ বছরের এক নেপালি ছাত্রীর দেহ। পুলিশ সূত্রে খবর, কেআইআইটির মহিলা হস্টেলের ১১১ নম্বর ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিলো বি.টেক কোর্সের এই ছাত্রীর দেহ। কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে কেআইআইটিতে এক নেপালি ছাত্রী প্রকৃতি লামসালের রহস্যজনক মৃত্যু হয়েছিল।

