Nepal | দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে নেপাল? জেন-জ়ি-দের প্রথম পছন্দ প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি!
Wednesday, September 10 2025, 2:55 pm

সব কিছু ঠিক থাকলে নেপালের পরবর্তী সরকার প্রধান হতে চলেছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
মঙ্গলবার রাত থেকে নেপালে জারি হয়েছে সেনা শাসন। বুধবার অন্তর্বর্তিকালীন সরকার গঠন এবং প্রতিনিধি নির্বাচনের জন্যে একটি ভার্চুয়াল সভার আয়োজন করে জেন জ়ি বিক্ষোভকারীরা। বিদেশে থাকা নেপালিরা সহ প্রায় ৪,০০০-এরও বেশি তরুণ তরুণী এই সভায় অংশ নেয়। এই সভাতেই নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে পরবর্তী সরকার প্রধান করার বিষয়ে এক মত হয়েছে তাঁরা। তবে সেনা নেতৃত্বের অনুমোদন মিলবে কিনা নিশ্চিত জানা যায়নি। রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার জন্যে বলেন্দ্র শাহ এবং সাগর ধকলের নাম বাদ গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- প্রধানমন্ত্রী
- বিক্ষোভ