NET-PG | একটি শিফ্টেই হবে নিট-পিজি পরীক্ষা! NBEকে বড় নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট!
Friday, May 30 2025, 10:03 am
Key Highlightsএকটি শিফ্টেই হবে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ও পিজি পরীক্ষা।
একটি শিফ্টেই হবে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ও পিজি পরীক্ষা। শুক্রবার সুপ্রিম কোর্ট পরীক্ষা একটি শিফ্টে করার জন্য নির্দেশ দিয়েছে NBEকে। আদালতের পর্যবেক্ষণ, দুটি শিফ্টের প্রশ্নপ্রত্র কখনও একই রকম কঠিন বা সহজ হতে পারে না। গোটা দেশে একটি শিফ্টে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত সেন্টার পাচ্ছে না আয়োজক সংস্থা, এই যুক্তি মানতে রাজি নয় আদালত। উল্লেখ্য, আগামী ১৫ জুন দুই শিফ্টে নিট ও পিজি হওয়ার কথা। কিন্তু ২টি শিফ্টে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নিট পরীক্ষা
- পরীক্ষা

