Neeraj Chopra | জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া! রেকর্ড গড়ে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ
Thursday, August 8 2024, 7:59 pm
Key Highlightsঅধরা সোনার পদক। পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতলেন নীরজ চোপড়া।
অধরা সোনার পদক। পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিক্স রেকর্ড গড়ে প্যারিসে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে এই প্রথম রুপো পেলো ভারত। বলা বাহুল্য, সোনা না জিততে পারলেও রুপোর পদক জিতেও ইতিহাস গড়েছেন নীরজ। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিকে সোনা ও রুপো জেতার নজির গড়লেন তিনি। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতার পরে ২০১২ সালে লন্ডনে কোনও পদক পাননি অভিনব বিন্দ্রা।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স
- নীরজ চোপড়া
- পাকিস্তান

