Neeraj Chopra | পাখির চোখ ডায়মন্ড লিগ-টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপ! নীরজের দিকে তাকিয়ে গোটা দেশ!
Monday, August 18 2025, 11:46 am
 Key Highlights
Key Highlightsআগামী ২৭ ও ২৮ অগস্ট জুরিখে অনুষ্ঠিত হতে চলা ডায়মন্ড লিগের ফাইনালে কোয়ালিফাই করেছেন নীরজ।
নীরজ চোপড়া মানেই সোনা, সাফল্য। এবার তাঁর নতুন জয়ের দিকে তাকিয়ে দেশবাসী। আগামী ২৭ ও ২৮ অগস্ট জুরিখে অনুষ্ঠিত হতে চলা ডায়মন্ড লিগের ফাইনালে কোয়ালিফাই করেছেন নীরজ। সিলেসিয়া লেগের পর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে, ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট এবং জার্মানির জুলিয়ান ওয়েবারের সঙ্গে শীর্ষস্থানীয় লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করেছেন নীরজ। উল্লেখ্য, ডায়মন্ড লিগ ফাইনালের ঠিক পরেই নীরজ আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর টোকিওতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নামবেন।
-  Related topics - 
- খেলাধুলা
- অন্য খেলা
- নীরজ চোপড়া
- জ্যাভলিন

 
 