Neeraj Chopra | লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত নীরজ চোপড়া! রাষ্ট্রপতির নির্দেশে নতুন কৃতিত্ব 'সোনার ছেলে'র!

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশে তাঁকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে।
নতুন কৃতিত্ব ভারতের 'সোনার ছেলে'র। ভারতের টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হলেন নীরজ চোপড়া। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশে তাঁকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে। ১৯৪৮ সালের টেরিটোরিয়াল আর্মি রেগুলেশনের অনুচ্ছেদ ৩১ অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে গত ৯ তারিখে তাঁকে এই পদমর্যাদা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে আগস্ট মাসে জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নায়েব সুবেদার পদে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন নীরজ।