NC Classic | যুদ্ধকালীন পরিস্থিতির জের, IPLএর পর পিছিয়ে গেলো নীরজ চোপড়া ক্লাসিক!

Friday, May 9 2025, 6:06 pm
highlightKey Highlights

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা ছিল পুরুষদের জ্যাভেলিন প্রতিযোগিতা নীরজ চোপড়া ক্লাসিক। কিন্তু বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ভারত পাক অশান্তির জের ছড়িয়েছে ক্রীড়াজগতেও। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রাখতে হয়েছে আইপিএল ম্যাচ। এবার পিছিয়ে গেলো 'নীরজ চোপড়া ক্লাসিক'। NC ক্লাসিকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে NC ক্লাসিকের প্রথম মরশুম পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২৪ মে থেকে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এই পুরুষদের জ্যাভেলিন প্রতিযোগিতা 'নীরজ চোপড়া ক্লাসিক' আয়োজন হওয়ার কথা ছিল। যুদ্ধকালীন পরিস্থিতির জেরে এই টুর্নামেন্ট স্থগিত রাখলো আয়োজকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File