NCRB | প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে মৃত্যু হচ্ছে ১২ জন ভারতীয়দের, রিপোর্টে দাবি NCRB-র

দেশের নির্দিষ্ট কিছু রাজ্যে ওষুধের অতি-সেবনে মৃত্যুর হার বিপজ্জনকভাবে বাড়ছে বলেই দাবি এনসিআরবি-র।
সম্প্রতি এনসিআরবি তথা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, দেশে প্রতি সপ্তাহে ওষুধের অতিরিক্ত সেবন তথা ওভারডোজে অন্তত ১২ জনের মৃত্যু হয়। সরকারি নথি বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ওষুধের ওভারডোজে মৃত্যুর সংখ্যা ৩,০০০ এরও বেশি। পাঞ্জাব এবং রাজস্থানে ওষুধের অতি সেবনে মৃত্যুর হার বিপজ্জনকভাবে বাড়ছে, দাবি এনসিআরবির। এই ওষুধের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ওপিওয়েড পেনকিলার, অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ, সিডেটিভ এবং স্টিমুল্যান্ট।
- Related topics -
- দেশ
- ওষুধ
- ব্যাথার ওষুধ
- ক্রাইম
- মৃত্যু
