ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার গাঁজা! জিজ্ঞাসাবাদের জন্য ডাক এনসিবি-র।
Sunday, November 22 2020, 7:08 am
Key Highlightsমাদকযোগে বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং-এর মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালাল এনসিবি। সূত্রের খবর, ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ করা হয়েছে। তল্লাশি করে তাঁর বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে এনসিবি। জিজ্ঞাসাবাদের জন্য ভারতী এবং তাঁর স্বামীকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় ভারতী ও হর্ষকে। জানা গিয়েছে জেরায় মাদক সেবনের অভিযোগ মেনে নিয়েছেন ভারতী ও হর্ষ।