Nayak | মহানায়কের প্রত্যাবর্তন! ৬ দশক পর বড়পর্দায় ফিরছে 'নায়ক' সিনেমাটি, উদ্যোগে পিভিআর সিনেমাস
Wednesday, February 5 2025, 5:58 pm

সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিটি আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে ফের একবার সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। ছবিটি ২কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে। প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখানো হবে।
ফের সিনেমাহলে আসতে চলেছে মহানায়ক উত্তমকুমারের টাইমলেস সিনেমা 'নায়ক'। সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম-শর্মিলার এই বিখ্যাত ছবি 'নায়ক' এর সাথে নতুন প্রজন্ম পরিচিত হয়েছে কেবলমাত্র টিভি কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিখ্যাত মাল্টিপ্লেক্স চেইন PVR সিনেমাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনঃমুক্তির খবর জানিয়েছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ফের সিনেমাহলে প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ মুক্তি পাবে এই ছবি। ছবিটি ২কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৬৬এ মুক্তি পেয়েছিল ‘নায়ক’।
- Related topics -
- বিনোদন
- উত্তম কুমার
- সিনেমাা
- সিনেমাহল
- বাংলা সিনেমা