Sports Bill | এক ছাতার তলায় আসবে সব ক্রীড়া, লোকসভায় পাশ হল জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল!

Monday, August 11 2025, 11:49 am
Sports Bill | এক ছাতার তলায় আসবে সব ক্রীড়া, লোকসভায় পাশ হল জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল!
highlightKey Highlights

অবশেষে লোকসভায় পাশ হল জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল। এই বিলের ফলে প্রতিটি ক্রীড়া সংস্থা সরকারের এক ছাতার তলায় আসবে।


অবশেষে লোকসভায় পাশ হল জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল। এই বিলের ফলে প্রতিটি ক্রীড়া সংস্থা সরকারের এক ছাতার তলায় আসবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনুদান পাবে। সেই তহবিল দিয়ে সঠিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে কি না, স্বচ্ছতা বজায় থাকছে কি না, সবটাই সরকারের নজরে থাকবে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বাকি ক্রীড়াগুলির তুলনায় কিছুটা স্বাধীন ভাবে কাজ করতে পারবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর মতে, স্বাধীনতার পর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই বিল সবচেয়ে বড় সংস্কার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File