কোভিড জয়ী হয়েও শেষরক্ষা হল না, মাতৃহারা বাবুল সুপ্রিয়।
Thursday, December 10 2020, 11:44 am
Key Highlightsমাতৃহারা আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার গুরগাঁয়ের এক হাসপাতালে মৃত্যু হয় বাবুলের মা সুমিত্রা বড়ালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। করোনা পজিটিভ হওয়ায় তিন সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বাবুল সুপ্রিয়র মা। সাত দিন আগেই সুমিত্রা বড়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হওয়ায় বুধবার রাত দশটা নাগাদ মৃত্যু হয় বাবুল সুপ্রিয়র মায়ের। বাবুলের বাবাও করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- কোভিড ১৯
- করোনা ভাইরাস
- বাবুল সুপ্রিয়

