Natwar Singh | প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং! শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী

Sunday, August 11 2024, 6:05 am
Natwar Singh | প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং! শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী
highlightKey Highlights

প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর।


প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সরকারের বিদেশনীতির রূপায়ণে নটবর সিং গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ১৯৮৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের মহাসচিব এবং একই বছরে নয়াদিল্লিতে কমনওয়েলথ প্রধানদের মিটিংয়ের প্রধান সমন্বয়ক নিযুক্ত হয়েছিলেন। এরপর ১৯৮৪ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File