দেশপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'চাপেই' অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন WHO-র, ভারতীয়দের স্বস্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনকয়েক আগেই ‘চাপ’ সৃষ্টি করেছিল, তার ফলস্বরূপ দীপাবলির আগেই ভারতীয়দের জন্য এলো সুসংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে অনুমোদন দিল। এরফলে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকা গ্রহীতারা এবার থেকে বিদেশ যাত্রার থেকে সুবিধা পাবেন। জি২০ সম্মেলনে যোগ দিতে দিনকয়েক আগে রোমে গিয়েছিলেন মোদী। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস ঘেবরেসাসের সঙ্গে দেখা করেছিলেন।