International Space Station | 'স্পেস স্টেশন' ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেবে NASA! মহাকাশে তৈরী হবে 'নতুন শহর'!

Wednesday, October 15 2025, 4:42 am
highlightKey Highlights

'মহাকাশ-শহর' চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন মহাকাশ সংস্থা।


নাসা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হবে! এ ঘটনায় চমকেছে বিশ্ববাসী। আসলে ১৯৯৮ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয় আন্তর্জাতিক স্পেশ স্টেশনকে। এই স্টেশনের মেয়াদ ছিল ১৫ বছর। মেয়াদ ফুরিয়ে গিয়েছে আগেই। তাই নাসার পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যেই স্পেস স্টেশনকে ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হবে। বদলে 'মহাকাশ-শহর' চালু করার পরিকল্পনা করছে তারা। 'হ্যাভেন-১' নামক এই মহাকাশ শহরকে শুধু গবেষণা নয় বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে, দাবি NASAর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File