৩০ ডিসেম্বর নাসা চাঁদের এক বিস্ময় রূপের ছবি শেয়ার করেছে। কেন এই চাঁদকে "Wolf Moon" বলা হয় জানেন?

Thursday, December 31 2020, 8:17 am
highlightKey Highlights

চাঁদ-পাহাড়ের আলো আঁধারি মহাজাগতিক ছবি শেয়ার করেছে নাসা। যার সঙ্গে এই মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে, “Aaah-ooooooh! এটি Wolf Moon। নাসা জানিয়েছে, বিভিন্ন সংস্কৃতিতে বছর জুড়ে প্রতিটি পূর্ণিমার নির্দিষ্ট নাম থাকে এবং তারা প্রায়শই সেই সময়ে প্রকৃতিতে যা ঘটেছে তার সঙ্গে সম্পর্কিত হয়। সেই মোতাবেক এই সময়ের পূর্ণিমায় চাঁদকে Wolf Moon বলা হয়। পূর্ণিমার চাঁদের আলোয় কনকনে শীতের ও গভীর রাতে শৈত্যপ্রবাহের মাঝে বরফে ঢাকা পাহাড়ে কেঁদে উঠত নেকড়ে। এখনও সেই পরিস্থিতি বিরাজমান কিনা তা সঠিকভাবে বলা মুশকিল। উত্তর ও পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের আলগনকুইন উপজাতিরা এই কারণে চাঁদটির নাম দিয়েছিল Wolf Moon। সেটিই প্রচলিত হয় বিশ্বজুড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File