NASA | পৃথিবী থেকে ২৫ কোটি ৪০ লক্ষ কিলোমিটার পথ পাড়ি! শুক্রগ্রহকে প্রথম গান উপহার দিলো NASA
Wednesday, July 17 2024, 1:38 pm
Key Highlights
NASA এর DSN-র মাধ্যমে ১২ জুলাই রাত ১০টা বেজে ৫ মিনিটে পৃথিবী থেকে ২৫ কোটি ৪০ লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে শুক্রগ্রহে হিপ-হপ গান পাঠানো হল।
শুক্রগ্রহে পাঠানো হলো উপহার। NASA এর DSN-র মাধ্যমে ১২ জুলাই রাত ১০টা বেজে ৫ মিনিটে পৃথিবী থেকে ২৫ কোটি ৪০ লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে শুক্রগ্রহে হিপ-হপ গান পাঠানো হল। এক্ষেত্রে কিংবদন্তি মিসি এলিয়টের 'দ্য রেইন' গানটি বেছে নেওয়া হয়েছে। এর আগে, ২০১৮ সালে প্রথম বার 'দ্য বিটলস'-এর 'অ্যাক্রস দ্য ইউনিভার্স' গানটিতে মহাকাশে পাঠানো হয়। এই মুহূর্তে শুক্রগ্রহকে ঘিরে দু'টি অভিযানের প্রস্তুতি নিচ্ছে NASA. একটি শুক্রগ্রহকে চেনার-জানার চেষ্টা, অন্যটি সেখান থেকে পৃথিবীতে তথ্য প্রেরণ করা।