আন্তর্জাতিক

NASA | বাজেট কাটছাট করেছেন ট্রাম্প, আর্থিক সঙ্কটে NASA! ছাঁটাই করা হচ্ছে কর্মী, সঙ্কটে একাধিক প্রজেক্টও!

NASA | বাজেট কাটছাট করেছেন ট্রাম্প, আর্থিক সঙ্কটে NASA! ছাঁটাই করা হচ্ছে কর্মী, সঙ্কটে একাধিক প্রজেক্টও!
Key Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার নাসার বাজেটে কাটছাঁট করার পরেই মহাকাশ গবেষণা সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই শুরু হয়েছে বলে খবর।

আর্থিক সঙ্কটে বিশ্বের শীর্ষতম মহাকাশ গবেষণা সংস্থা নাসা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার নাসার বাজেটে কাটছাঁট করার পরেই মহাকাশ গবেষণা সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই শুরু হয়েছে বলে খবর। সঙ্কটে পড়েছে একাধিক প্রজেক্টও। ওই তালিকায় চাঁদ ও মঙ্গল অভিযানও রয়েছে। সূত্রের খবর, বাজেটে কাটছাঁটের জন্য নাসার অন্তত ২০ শতাংশ কর্মীর চাকরি চলে যাবে। অর্থাৎ নাসার ১৮ হাজার কর্মীদের মধ্যে থেকে প্রায় চার হাজারের মতো কর্মীদের চাকরি চলে যাবে। ইতিমধ্যে এর জন্য DRP বা ডেফার্ড রেজ়িগনেশন প্রোগ্রাম চালু করা হয়েছে।