মাঝপথেই পরীক্ষা বন্ধ! সোমবারের পরিবর্তে বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার, জানাল নাসা
Sunday, April 11 2021, 1:04 pm
Key Highlights
ভারতীয় সময় ১২ এপ্রিল সোমবার-এর পরিবর্তে ১৩ এপ্রিল বুধবার রাত বা ১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে লাল গ্রহ মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার ‘ইনজেন্যুইটি’ ওড়ানো হতে পারে, এমনটাই জানাল নাসা। মাস দু’য়েক আগে ভারতীয় সময় ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে মঙ্গলের বুকে পা ছুঁইয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ল্যান্ডার। তার শরীর থেকে বেরিয়ে পড়েছিল রোভার পারসিভের্যান্স। তার পর সপ্তাহখানেক আগে মঙ্গলের বুকে হেলিকপ্টার ইনজেন্যুইটিকেও সফল ভাবে নামাতে পেরেছিল নাসা। দেখে নেওয়া হয়েছিল লাল গ্রহের হাড়জমানো ঠাণ্ডায় ইনজেন্যুইটি-র যন্ত্রাংশগুলি কার্যকর থাকে কি না। সেই পরীক্ষাতেও উতরে যায় মঙ্গলে পাঠানো সভ্যতার প্রথম হেলিকপ্টার।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নাসা
- মঙ্গল গ্রহ
- বিজ্ঞান