Shubhanshu Shukla | কতক্ষনে ঘরের ছেলে ঘরে ফিরবেন? শুভাংশুদের প্রত্যাবর্তনের সময় জানালো NASA
Monday, July 14 2025, 2:53 pm

১৮ দিন মহাকাশে কাটিয়ে সময়মতোই শুরু হয়েছে শুভাংশুদের প্রত্যাবর্তন-প্রক্রিয়া। একে একে ধাপ পেরিয়ে মহাকাশযান ফিরবে পৃথিবীতে।
১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী। শুভাংশুর প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে গোটা ভারতবাসী। ইতিমধ্যেই নির্বিঘ্নে ক্যাপসুল ‘ডিপার্ট বার্ন ১’ প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছে ড্রাগন মহাকাশযান। একের পর এক ধাপ পেরিয়ে তাঁদের পৃথিবীতে আসতে সময় লাগবে প্রায় ২২ ঘণ্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের গতিবেগ থাকবে ২৮ হাজার কিলোমিটার/ঘণ্টা। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ ক্যালিফর্নিয়া উপকূলে অবতরণ করবে মহাকাশযান। সঙ্গে আনবে ৫৫০ পাউন্ড (২৫০ কেজি) এরও বেশি জিনিসপত্র।