PM Modi | প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন মোদী, টপকালেন ইন্দিরা গান্ধী-মনমোহন সিংকে!

Friday, July 25 2025, 9:41 am
PM Modi | প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন মোদী, টপকালেন ইন্দিরা গান্ধী-মনমোহন সিংকে!
highlightKey Highlights

সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় মোদী উঠে এলেন দ্বিতীয় স্থানে।


শুক্রের সকালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধীকে টপকে সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় ২য় স্থান উঠে এলেন তিনি। তালিকা বলছে, একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি। টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ডে প্রথম স্থানে রয়েছেন জওহরলাল নেহরু (১৬ বছর ২৮৬ দিন)। তারপর একে একে তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি (১১ বছর ৬০ দিন), ইন্দিরা গান্ধী (১১ বছর ৫৯ দিন), মনমোহন সিং (১০ বছর ৪ দিন), অটলবিহারী বাজপেয়ী (৬ বছর ৬৪ দিন)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File