Modi-Trump | ট্রাম্পের ফোন এড়িয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী! দাবি জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের

গত কয়েক সপ্তাহের মধ্যে মোদীর সঙ্গে কমপক্ষে চারবার কথা বলার চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদী কথা বলতে চাননি।
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। এই অপরাধে ভারতের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চূড়ান্ত শৈত্যর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে মোদীর। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের প্রতিবেদন দাবি করছে, গত কয়েক সপ্তাহের মধ্যে মোদীর সঙ্গে কমপক্ষে চারবার কথা বলার জন্যে ফোন করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সাথে কথা বলতে চাননি প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পের উপরে মারাত্মক 'রেগে আছেন' ভারতের প্রধানমন্ত্রী, গুঞ্জন কূটনৈতিক মহলে।