Narendra Modi | বিহার জয় শেষ, 'বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে'- হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Friday, November 14 2025, 5:19 pm
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার।”


বিহারে বিজেপি রাজ ফিরেছে। এরপরই বাংলায় "জঙ্গলরাজ" উপরে ফেলার কথা শোনা গেলো প্রধানমন্ত্রীর মুখে। শুক্রবার ফলপ্রকাশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার। বিহারের মতো বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে।’ তিনি আরও বলেন, ‘গঙ্গা বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছেছে। বিহারই বাংলায় বিজেপির জয়ের পথ সুগম করেছে। আমি বাংলার ভাইবোনদেরও অভিনন্দন জানাই। এখন, আপনাদের সঙ্গে মিলে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File