বিনোদনবড়পর্দায় আরো এক গোয়েন্দা চরিত্রের আগমন! আসতে চলেছে নারায়ণ সান্যালের 'উলের কাঁটা'।

Key Highlightsএক গোয়েন্দা চরিত্র আসতে চলেছে বড়পর্দায় তবে এই গোয়েন্দার সঙ্গে বাঙালি দর্শকের পরিচয় ঘটেছে ১৯৭৪ সালে। সাহিত্যিক নারায়ণ সান্যালের গল্প ‘নাগচম্পা’ অবলম্বনে পরিচালক তরুণ মজুমদারের ‘যদি জানতেম’ ছবিতে, গোয়েন্দা ব্যারিস্টার পিকে বসুর চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার। অন্যান্য ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, রুমা গুহঠাকুরতা, অসিত বরণ, কমল মিত্র, বসন্ত চৌধুরী, হারাধন বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার। আবারও চলচিত্র জগতে আগমন ঘটতে চলেছে সেই গোয়েন্দা চরিত্রের। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।