ক্রাইম

নারদ মামলার শুনানি আপাতত স্থগিত করলো হাইকোর্ট, জেল হেফাজতেই থাকতে হবে হেভিওয়েটদের

নারদ মামলার শুনানি আপাতত স্থগিত করলো হাইকোর্ট, জেল হেফাজতেই থাকতে হবে হেভিওয়েটদের
Key Highlights

গতকাল নারদ মামলার শুনানি হবার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার নারদ-মামলায় নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ায় কথা ছিল। তবে পরবর্তীকালে অনিবার্য কিছু কারণ বশত হচ্ছে না শুনানি। আজ শুনানি হবে জানায় কলকাতা হাইকোর্ট তবে এর পরিবর্তে ঠিক কবে বেঞ্চ বসবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আপাতত ৪ হেভিওয়েট নেতাকে জেল হেফাজতেই থাকতে হবে।