Key Highlights
গত বৃহস্পতিবার অর্থাৎ ১০ ই জুন, কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চে নারদা মামলার শুনানি ছিল। সেখানে শুনানি শুরু হওয়ার প্রথমেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী সিদ্ধার্থ লুথরা সওয়াল করেন, যে তার করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা মক্কেলকে করোনা পরিস্থিতিতে মোট ২০টি গাড়ি পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে। এমনকি গ্রেফতারির সময়ও ভুল লেখা হয়েছে চার্জশিটে। উকিলের এই মন্তব্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বক্তব্য,“যদি ধরেও নিই ওই দিনের গ্রেফতারি অবৈধ ছিল, তারপরেও কি জামিনের অধিকার অর্জন করা যায়?”।
- Related topics -
- রাজ্য
- মদন মিত্র
- সিবিআই
- নারদকান্ড
- কলকাতা হাইকোর্ট