অবশেষে নারদ মামলায় অভিযুক্ত চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো হাইকোর্টে
Monday, May 31 2021, 4:59 pm
Key Highlightsশুক্রবার কলকাতা হাইকোর্ট নারদ মামলায় অভিযুক্ত পশ্চিমবঙ্গের চার নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জী-কে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দিয়েছেন। অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পাশাপাশি আরোপ করা হয়েছে বেশ কিছু শর্ত। শর্তগুলি হলো, ‘নারদমামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন না হেভিওয়েটরা। এছাড়াও কোনও তথ্য প্রমাণ বিকৃত করা চলবে না।’ বেলা ১২ টা নাগাদ হাইকোর্টের পাঁচ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি আই পি মুখার্জি, হরিশ ট্যান্ডন, সৌমেন সেন এবং অরিজিৎ ব্যানার্জির বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।
- Related topics -
- ক্রাইম
- নারদকান্ড
- সিবিআই
- কলকাতা হাইকোর্ট
- ভার্চুয়াল শুনানি

