দেশ

Nandigram | ‘ডাক্তার হতে চায়নি’- পরিবারের চাপে আত্মঘাতী নন্দীগ্রামের NEET-এ র‍্যাঙ্ক করা ছাত্রী

Nandigram | ‘ডাক্তার হতে চায়নি’- পরিবারের চাপে আত্মঘাতী নন্দীগ্রামের NEET-এ র‍্যাঙ্ক করা ছাত্রী
Key Highlights

মঙ্গলবার তাঁর বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে সোমবার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।

পরিবারের চাপে আত্মহত্যা করলো নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার বাসিন্দা ১৯ বছরের দীপশিখা মাইতি। দীপশিখা ছোট থেকেই পড়াশোনায় ভালো। নিটে ভালো ফলাফল করে বাঁকুড়া মেডিক্যাল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পায় সে। পরিবারের ইচ্ছে ছিল দীপশিখা ডাক্তার হবে। কিন্তু সে নিজে চেয়েছিল গবেষক হতে। পরিবারের ইচ্ছার কাছে নতি স্বীকার করে সোমবার সে জানায়, মেডিক্যাল কলেজে ভর্তির জন্য রাজি তিনি। মঙ্গলবার ছিল ভর্তির তারিখ। এ দিন রাতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।