Naihati | আম কুড়োনোর 'দোষে' পিটিয়ে খুন নাবালক! আমবাগানে আগুন জ্বালিয়ে দিলো ক্ষুব্ধ জনতা!
Friday, May 16 2025, 8:22 am
Key Highlightsআম কুড়োনোর 'দোষে' পিটিয়ে খুন নাবালক! এই অমানবিক ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুরে।
আম কুড়োনোর 'দোষে' পিটিয়ে খুন নাবালক! এই অমানবিক ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুরে। জানা গিয়েছে, নিহত সুদীপ্ত পণ্ডিত কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা। সে নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়িতে এসেছিল। শুক্রবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় একটি আমবাগানে আম কুড়োতে যায় সে। কিন্তু অভিযোগ পাহারায় থাকা শেখ ফারহাদ মণ্ডল সুদীপ্তকে বেধড়ক করে। এরপর সুদীপ্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই ক্ষুব্ধ স্থানীয়রা ওই আম বাগানের গুদামে আগুন জ্বালিয়ে দেয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নৈহাটী
- ক্রাইম
- খুন

